চট্টগ্রামে সাংবাদিকেরা নিরাপত্তাহীন—হামলাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচিতে যাবে সিইউজে

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। হামলাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সিইউজে নেতারা এ ঘোষণা দেন।

চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে হামলা, চ্যানেল-২৪ এর স্টাফ ক্যামেরাপারসন সেলিম উল্লাহ ও চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রিমন সাখাওয়াতের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে সিইউজে।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামে একের পর এর সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকের গ্রামের বাড়িতেও সন্ত্রাসীরা হামলা করেছে। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দায়িত্ব পালন করছে সাংবাদিকরা।

সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সিইউজের সভাপতি তপন চক্রবর্তী বলেন, সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুন : ওয়াসার পানি নিয়ে বাণিজ্য—ঘটনাস্থলেই সাংবাদিকের গলা টিপে খুনের হুমকি

সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ডবলমুরিং এলাকায় দুগ্রুপের সংষর্ষের ভিডিও ধারণ করার সময় সাংবাদিক সেলিম উল্লাহকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও তারা জামিনে বেরিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। বন্দর এলাকায় অবৈধ পানির ব্যবসার তথ্য সংগ্রহের সময় রিমন সাখাওয়াতকে গলা টিপে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। এছাড়া চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের গ্রামের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এসব ঘটনায় আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য আজহার মাহমুদ বলেন, সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটলেও নানাভাবে পার পেয়ে যায় হামলাকারীরা। এসব ঘটনার সুষ্ঠু বিচারের অভাবেই সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সাজিব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও মোস্তাক আহমদ, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক মহররম হোসাইন, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা।

এদিকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক শিক্ষার্থী সাংবাদিক রিমন সাখাওয়াতসহ সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার বিচার চেয়ে সমাবেশে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান পোর্ট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসির সিলমি।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!