রোহিঙ্গা নেতা খুন—রাতে মামলা, সকালে গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় কক্সবাজারের উখিয়া থানায় মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। পরে শুক্রবার (১ অক্টোবর) সকালে সলিম নামে এক রোহিঙ্গাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

আটকের পর সলিমকে উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!