রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

তবে কে বা কারা তাকে কী কারণে হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্প দেখতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

বুধবার (২৯ সেপ্টেম্বর) বুধবার রাত সাড়ে আটটার দিকে উখিয়ায় লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ মুহিবুল্লাহকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!