চট্টগ্রামে করোনা : একদিনে শনাক্ত বাড়ল, হারও

চট্টগ্রামে একদিনের ব্যবধানে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের হারও। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ২৭৭ জন নতুন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৮৫ জন নগর ও ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ৯.৪৭ শতাংশ।

আগের দিন শনাক্ত হয়েছিল ২১৭ জন। শনাক্তের হার ছিল ৬.৯৪ শতাংশ।

আরও পড়ুন : সৌভাগ্যের ঘরে চট্টগ্রামে করোনা

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৪৯৯ নমুনায় ৮৩ জন, শেভরনে ৪৩১ নমুনায় ৫৭ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৭০ নমুনায় ১৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৬২ নমুনায় ৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২২ নমুনায় ১৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭৬ নমুনায় ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬১ নমুনায় ১৪ জন, এন্টিজেন টেস্টে ১১০ নমুনায় ৬ জন, ইপিক হেলথ কেয়ারে ১০৬ নমুনায় ১৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৯ নমুনায় ৩ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৪০ নমুনায় ১১ জন এবং আরটিআরএলে ২২ নমুনায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ও ল্যাবএইডে ১টি করে নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা পাওয়া যায়নি।

তবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : মেঘের কোলে রোদ হেসেছে

উপজেলার মধ্যে মিরসরাই ১২ জন, হাটহাজারী ১১ জন, ফটিকছড়ি ১১ জন, রাউজান ১১ জন, চন্দনাইশ ৯ জন, বোয়ালখালী ৯ জন, বাঁশখালী ৮ জন, পটিয়া ৭ জন, সাতকানিয়ায় ৫ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, সীতাকুণ্ড ৪ জন, এবং আনোয়ারা ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী, লোহাগাড়া ও সন্দ্বীপ উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন।

চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু ১ হাজার ৩৬০। যার ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!