চট্টগ্রামে করোনা : মেঘের কোলে রোদ হেসেছে

চট্টগ্রামে করোনায় ধীরে ধীরে কমছে সুনামি গতি। গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে কমেছে করোনা আক্রান্ত। সেইসঙ্গে মৃত্যু হয়নি কোনো করোনা রোগীর। সবমিলিয়ে এ যেন মেঘের কোলে রোদের হাসি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩টি ল্যাবে ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩৫২ জন। শনাক্তের হার ১১.৩৩ শতাংশ। এরমধ্যে ২৪৫ জন নগর ও ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন শনাক্ত হয়েছিল ৩৯৭ জন। শনাক্তের হার ছিল ১২.২৫ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : ৬ দিন পর ফের আহাজারি

বুধবার (৯ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন। এরমধ্যে নগরে ৯০ হাজার ৫০০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৮২৫ জন।

মোট মৃত্যু ১ হাজার ৩৬০ জন। এদের ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!