আজ আসছে সিনোফার্মের ভ্যাকসিন, সোমবার মডার্নার

চীনের সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে আজ শনিবার।

আজ রাত ১১টা ও ৩টায় আলাদা দুইটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এসব ভ্যাকসিন পৌঁছার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

এদিকে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার আরো ৩৫ লাখ ডোজ টিকা আগামী সোমবার দেশে পৌঁছাবে।

শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত ৩ জুলাই রাত সাড়ে ১১টায় প্রথম চালানে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার সাড়ে ১২ লাখ ভ্যাকসিন ঢাকায় আসে। পরে সকাল ৮টা ৪০ মিনিটে মডার্নার আরো ১২ লাখ ৬৭ হাজার দুইশ’ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছায়।

২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় চীনের বেইজিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্ম উদ্ভাবিত ১০ লাখ ডোজ ভ্যাকসিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!