টিকা নিয়েও ‘করোনা’, কোভিড-১৯ প্রোগ্রামের প্রকল্প পরিচালক এখন আইসিইউতে

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর, কোভিড-১৯ (ইআরপিপি) প্রোগ্রামের প্রকল্প পরিচালক, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীর করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

ডা. আজিজুর রহমান সিদ্দিকী কয়েক মাস আগে করোনার টিকা (ভ্যাকসিন) নিয়েছিলেন।

তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে ৬০-৭০ লিটার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের পরিচিত মুখ ডা. আজিজুর রহমান সিদ্দিকীর বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। চট্টগ্রামের সিভিল সার্জন থাকাকালীন সময়ে হাস্যোজ্জ্বল মুখ ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি খুব কম সময়েই চট্টগ্রামের মানুষের মনে জায়গা করে নেন।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm