চট্টগ্রামে ৩ ম্যাজিস্ট্রেট উদ্ধার করল ৩ হাজার কেজি পলিথিন

নগরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে প্রায় ৩ হাজার কেজি পলিথিন জব্দ এবং ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় জেল রোড, আছাদগঞ্জ, চাক্তাই ও বাকলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের ৩ ম্যাজিস্ট্রেট অভিযানে অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মোহাম্মদের নেতৃত্বে নগরের আছাদগঞ্জ, চাক্তাই ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪টি পলিথিন কারখানাকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৩৭৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

আরও পড়ুন: এবার নগরের ৩ বাজারে পলিথিনবিরোধী অভিযান౼মামলা, জরিমানা

কোতোয়ালী থানার জেলরোড এলাকায় চাঁন্দগাও সার্কেলের এসিল্যান্ড মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে গোডাউনে মালিক তালা লাগিয়ে পালিয়ে যান। এসময় গোডাউনের তালা ভেঙে ২ টন পলিথিন জব্দ করে সিলগালা করা হয় গোডাউন। এছাড়া আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমার নেতৃত্বে নগরের রিয়াজুদ্দিন বাজারে পরিচালিত অভিযানে মাহফুজ সালাম ও মো. আবদুর রহমান নামের ২ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা ও ২ হাজার ৯৭৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!