৩ বছরের সাজা কাঁধে বন্দরে ঘুরছিল মফিজ

নগরে কারাদণ্ডপ্রাপ্ত পালাতক মো. মফিজ উল্লাহ ওরফে মফিজ আলমকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজ উল্লাহ কর্ণফুলী থানার চরলক্ষ্যা গোয়ালপাড়ার উকিল আহমেদের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজার খুনিকে ২০ বছর পর মিলল চারিয়া বাজারে

বিষয়টি নিশ্চিত করে সিএমপি গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, পাঁচলাইশ থানার একটি মামলায় মো. মফিজ উল্লাহ ওরফে মফিজ আলমকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

উপপুলিশ কমিশনার আরও বলেন, রায়ের পর থেকে আসামি মফিজ উল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদে বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!