রিফাতের বিছানা যেন অস্ত্রের কারখানা

লোহাগাড়ায় একটি দেশীয় তৈরী অস্ত্র, দা এবং অস্ত্র বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার রিফাতের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় রিফাতসহ তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

রিফাত চরমম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

আরও পড়ুন : ৫ দিনে শুটারগান বানায় জাকেরুল্লাহ, দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা

পুলিশ জানায়, রিফাতের বাড়িতে চালানো অভিযানে বিছানার নিচে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র বানানোর সরঞ্জামা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, রিফাত নামের এক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। আজ বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, ধারালো দা ও সরঞ্জাম জব্দ করা হয়। তবে এসময় রিফাত ও সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, রিফারেত বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন ও মারামারি মামলাসহ পাঁচটির অধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!