চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, প্যারাসুটে প্রাণ বাঁচাল পাইলট

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটির পাইলট ও কো-পাইলট প্যারাসুটের মাধ্যমে নামতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বোর্ডক্লাবের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়। এসময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুটের মাধ্যমে নামতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নরত অবস্থায় আকাশে বিধ্বস্ত হয়। বিমানটির পেছনের দিকে আগুন দেখা দেওয়ার পরপরই তা ভেঙে টুকরো টুকরো হয়ে নদীতে পড়ে যায়।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!