চট্টগ্রামে প্রবেশপত্রের ছবি পাল্টিয়ে অন্যের পরীক্ষা দিতে এসেছিল ৩ যুবক

চট্টগ্রাম নগরে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ৩ জন ভুয়া পরীক্ষার্থী।

বুধবার (৮ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদিন চৌধুরী,, চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামের মো. ছাদেকুল ইসলামের ছেলে মো. জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের স্বপন দাশের ছেলে রনি দাশ।

আরও পড়ুন : মোবাইল নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পর্যবেক্ষক—১৪ জনকে অব্যাহতি

জানা গেছে, স্বাস্থ্য সহকারী পদে আজ ছিল মৌখিক পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে আসেন আটকরা। প্রবেশপত্র যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অন্যের পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন।

যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীদের কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!