মাটির নিচে ৩ কোটি টাকার ইয়াবা লুকিয়ে রেখেছিল যুবক

বাঁশখালীতে মো. শহীদ উল্লাহ (৩৫) নামে এক যুবককে ৯১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে মিনজিরি তলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. শহীদ উল্লাহ একই এলাকার মৃত সৈয়দুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: ইয়াবা নিয়ে বাসে, ২ যুবকের সঙ্গে ধরা খেল তরুণী

্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিনজিরিতলা শহীদ উল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৯১ হাজার পিস ইয়াবাসহ মো. শহীদ উল্লাহকে আটক করা হয়।

্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, অভিযানে আটক শহীদ উল্লাহর ঘরে মাটির নিচের গর্ত থেকে একটি প্লাস্টিকের ছোট বস্তায় সাদা পলিথিনের ওপর স্কচটেপ মোড়ানো ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

তিনি আরও জানান, আটক শহীদ উল্লাহ দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!