ইয়াবা নিয়ে বাসে, ২ যুবকের সঙ্গে ধরা খেল তরুণী

মিরসরাইয়ে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন তরুণী ও দুজন যুবক।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া শাহ ফকির বাড়ির প্রবেশ পথ থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এদিকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসেছিল যুবক, ব্রিজঘাটে ধরা

আটকরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চর উত্তর মনু মাঝি বাড়ির সফিউল আলমের ছেলে মো. জহির (৪০), কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়নের পরানিয়াপাড়ার আমান উল্লাহর ছেলে কামাল হোসেন (৩৪) ও একই জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৃত নুর আলমের মেয়ে সূর্য মনি (২০)।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাসে পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথমে ৬০০ পিস ইয়াবাসহ মো. জহির ও পরে আরেকটি বাস থেকে এক হাজার ইয়াবাসহ কামাল হোসেন ও সূর্য মনি নামে দুজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে রাজধানীর ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!