চট্টগ্রামে দিনদুপুরে রাতের আঁধার, ডুবল রাস্তা—গাছ ভেঙে বন্ধ গাড়ি চলাচল

কালবৈশাখীর ঝড়ে ডুবল চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। এতে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এছাড়া বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসে বিভিন্ন এলাকার গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এরপর থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

সোমবার (৬ মে) টানা বৃষ্টিতে নগরের তিনপুলের মাথা, দুনম্বর গেট, ওয়াসা মোড়, জিইসি মোড়, বহদ্দারহাট,  চকবাজার, শুলকবহর ও আগ্রাবাদ এলাকা পানিতে তলিয়ে যায়।

এর আগে দুপুর পৌনে তিনটার দিকে রাতের অন্ধকার নেমে আসে দিনদুপুরে। দুপুর ৩টার  দিকে শুরু হয় বজ্রসহ ঝুম বুষ্টি। এক ঘণ্টারও বেশি সময় ধরে এ বৃষ্টিতে পানি উঠে যায় নগরের বিভিন্ন নিচু এলাকায়।

আরও পড়ুন : চট্টগ্রামে গরম আর লোডশেডিংয়ের মাঝেই বৃষ্টির সুখবর

এদিকে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে নগরের বিভিন্ন এলাকায় গাছপালা, ডাল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।

জানা গেছে,  ওমরগণি এমইএস কলেজের সামনে রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। কাজির দেউড়ি থেকে স্টেডিয়াম যাওয়ার পথে সড়কের একপাশে হেলে পড়েছে তিনটি গাছ এবং জামালখানের রাস্তায়ও গাছের ডাল ভেঙে পড়েছে।

অন্যদিকে সিআরবি রাস্তার মুখে গাছের ডাল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে বৃষ্টি কমে আসার পর ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কর্মীরা কাজ শুরু করেছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!