২ ইটভাটাকে বড় অঙ্কের জরিমানা

মিরসরাইয়ে দুইটভাটাকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাট ও মিরসরাই সদর ইউনিয়নে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মিজানুর রহমান। এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : উচ্ছেদ করা হালদাপাড়ের ইটভাটাগুলো ফের চালু, জানে না প্রশাসন

জানা গেছে, অভিযানে এমএইচবিআই ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এমরানী অটো ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজকের অভিযানে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কৃষি জমির মাটি ব্যবহার করায় এমএইচবিআই ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়াসসহ লাইসেন্স না থাকায় এমরানী অটো ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!