১ যুগ পর ধরা খেল ডাকাত কফিল

এক যুগ ধরে পালিয়ে থাকা ডাকাত কফিল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কফিল উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।

আরও পড়ুন : ১৪ বছর পর ধরা খেল ডাকাত লিটন

জানা যায়, ২০১২ সালে ডাকাতি মামলার আসামি হওয়ার পর প্রায় এক যুগ পলাতক ছিলেন কফিল উদ্দিন। কয়েকদিন আগে বাড়িতে ফিরেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ২০১২ সালের ৩১ মে ডাকাতি মামলার আসামি হয়ে কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক। মালুমঘাট বাজারে অবস্থানের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কফিলকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ এর একটি দল। তাকে আজ (২০ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!