১৪ বছর পর ধরা খেল ডাকাত লিটন

১৪ বছর পালিয়ে থাকার পর অবশেষে ধরা খেল ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুল প্রকাশ লিটন (৩৬)।

সোমবার (৪ মার্চ) নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

বুধবার (৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

আরও পড়ুন : রাতের আঁধারে পলোগ্রাউন্ড স্কুলের সামনে লুকিয়ে ছিল ৬ ডাকাত

গ্রেপ্তার আমিনুল প্রকাশ লিটন শেরপুর জেলার নকলা থানার চকপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, শেরপুর জেলার নকলা থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুল প্রকাশ লিটনকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে নকলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!