১ দিনেই গাজা ছাড়ল অর্ধলাখ ফিলিস্তিনি, নিহত দুশতাধিক

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলেে স্থল অভিযান জোরদারের পরে ওই অঞ্চল ছাড়ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, শুধু বুধবারই (৮ নভেম্বর) গাজা ছেড়েছে অর্ধলাখ বাসিন্দা।
গাজার উত্তর-দক্ষিণের রাস্তা দিয়ে কয়েক ঘণ্টার জন্য ইসরায়েলি বাহিনী  নিরাপদে বের হওয়ার সুযোগ করে দিলে তারা গাজার উত্তরাঞ্চল ছাড়ে।
এর আগে ইসরায়েল বলেছিল, তারা গাজা শহর ঘিরে ফেলেছে এবং গাজা উপত্যকাকে দুভাগে ভাগ করেছে। আর এখন তারা বলছে, গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস।
হামাস বলছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কিছু বিমান হামলা চালানো হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় দুশতাধিক মানুষ নিহত হয়েছে। সব মিলিয়ে গত সাতই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় যে হারে বেসামরিক নাগরিক মারা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে ‘স্পষ্টভাবেই কিছু ভুল’ রয়েছে। একইসঙ্গে হামাস মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!