দক্ষিণে চমক, নগরেও—চট্টগ্রামের ১৬ আসনে বিজয়ী যাঁরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতেই চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে দুটি চমকই দক্ষিণ চট্টগ্রামে। বাঁশাখালীতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান। সাতকানিয়া-লোহাগাড়ায়ও জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব।

দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি চমক ছিল নগরেও। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিজয়ের মালা পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম।

১৬ আসনে জয়ী যাঁরা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জয়লাভ করেছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সানি (নৌকা), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা (নৌকা), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এসএম আল মামুন (নৌকা), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), চট্টগ্রাম-৬ (রাউজান) ফজলে করিম চৌধুরী (নৌকা), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ (নৌকা), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আবদুচ ছালাম (কেটলি), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) মহিউদ্দিন বাচ্চু (নৌকা), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এমএ লতিফ (নৌকা), চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম (নৌকা), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী (নৌকা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবদুল মোতালেব (ঈগল) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সিআইপি মুজিবুর রহমান (ঈগল) জয়ী হয়েছেন।

কে কত ভোট পেলেন (সর্বশেষ ফলাফল অনুযায়ী)

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০৬ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মাহবুব উর রহমান রুহেল (নৌকা) পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন (ঈগল) পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪২ কেন্দ্রে আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সানি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচএম আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮৪ কেন্দ্রে আওয়ামী লীগের খাদিজাতুল মাহফুজুর রহমান মিতা (নৌকা) পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ১২৪ ভোটকেন্দ্র আওয়ামী লীগের এসএম আল মামুন (নৌকা) পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তাঁর নিতটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল) পেয়েছেন ৫০ হাজার ৯৭৭ ভোট। তাঁর নিতটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান চৌধুরী (কেটলি) পেয়েছেন ৩৬ হাজার ২৫১ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আওয়ামী লীগের ফজলে করিম চৌধুরী (নৌকা) ৯৫টি কেন্দ্রে ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শফিউল আজম (ট্রাক) পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ (নৌকা) ১০৩টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের অ্যাড. ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি) পেয়েছেন ৭৪ হাজার ২৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা) ১৪২ ভোটকেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী (লাঙল) পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু (নৌকা) ১০২ ভোটকেন্দ্রে ৪০ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর আলম (ফুলকপি) পেয়েছেন ২৬ হাজার ২৬৮ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৫২ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের এমএ লতিফ (নৌকা) পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন (কেটলি) পেয়েছন ৪৬ হাজার ৫২৫ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী (ঈগল) পেয়েছন ৩৫ হাজার ২৪০ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১৮ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম চৌধুরী (নৌকা) পেয়েছেন ১৯ হাজার ৬৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী (ট্রাক) পেয়েছন ১২ হাজার ৮৬২ ভোট।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব (ঈগল) ১৫৭ ভোটকেন্দ্রে ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী (নৌকা) পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী সিআইপি মুজিবুর রহমান (ঈগল) ১১৪ কেন্দ্রে পেয়েছেন ৫৭ হাজার ৪৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক) পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!