পাহাড়ের ড্রাম ট্রাকে বালুর ভেতরে ১৫০০ লিটার চোলাই মদ

রাউজানে বালুভর্তি ড্রাম ট্রাকে কৌশলে পাচারের সময় দেড় হাজার লিটার চোলাই মদসহ গাড়ির চালককে আটক করেছে রাউজান থানা পুলিশ।

রোববার (১২ জুন) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান চারা বটতল এলাকা দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ড্রাম ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে রাখা বস্তাভর্তি দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক চালকের নাম মঈন উদ্দিন (২০)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল এলাকার মাহাবুল আলমের ছেলে।

আরও পড়ুন: ইজি বাইকে নিয়ে যাচ্ছিল চোলাই মদ, পথে ধরা ২ জন

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আজ (রোববার) দুপুরে চালক মঈন উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক দিয়ে পথে গোপন সংবাদে ড্রাম ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে রাখা বস্তাভর্তি দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালকে আটক করা হয়। মামলার পর আজ (রোববার) চালককে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক দিয়ে রাউজানের পাহাড়ি এলাকার টিলা কাটা ও কৃষি জমির মাটি ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। মাটি ও বালু ভর্তি ড্রাম ট্রাকে কৌশলে এলাকার মাদক ব্যবসায়ীরা চোলাই মদ পাচার করে আসছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!