স্বপ্নের সাগরে স্বামী-স্ত্রীর সলিল সমাধি

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে লাশ দুটি উদ্ধার করে বিচকর্মীরা।

তারা হলেন- আবুল কাশেম বকুল ও সাবেকুন্নার সোমা। তাদের দুজনের বাড়ি নাটোর।

বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে এবং সোমা সুলতান আলীর মেয়ে।

আরও পড়ুন : ওমান সাগরে নেমে লাশ হয়ে ফিরল চট্টগ্রামের ২ তরুণ

জানা গেছে, শনিবার কক্সবাজার ভ্রমণে এসে হোটেল সী-গালের একটি কক্ষে উঠেন তারা। আজ সকালে স্বামী-স্ত্রী গোসল করতে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে যান। গোসলের এক পর্যায়ে ওই দম্পতি হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর সকাল ১১টার দিকে তাদের লাশ পানিতে ভেসে উঠে।

জানতে চাইলে হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে তারা দুজন ৩২৭ নম্বর কক্ষ ভাড়া নেন। আজ সকালে সাগরে গোসলে গিয়ে তারা নিখোঁজ হন। পরে জানতে পারি তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সী-সেইফের লাইফগার্ড সুপারভাইজার ওসমান গণি বলেন, আজ সকাল সোয়া দশটার দিকে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!