ওমান সাগরে নেমে লাশ হয়ে ফিরল চট্টগ্রামের ২ তরুণ

মধ্যপ্রাচ্যের ওমান সাগরে গোসল করতে নেমে ফটিকছড়ির মো. আব্বাস (২৫) ও মো. আজাদ (২০) নামের দুভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সাগরের পানিতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ওমান রয়েল পুলিশ। তারা চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের চঁরগাঁওপাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে।

পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় এবং আজাদ চতুর্থ।

জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করেন। কয়েক মাস আগে বাবা মারা গেলে পরিবারের সবাই দেশে আসেন। সম্প্রতি মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান।

সোমবার ভোরে বন্ধুদের সঙ্গে সাগরপাড়ের শিফা এলাকায় আড্ডা দিতে যান তারা। সেখানে দুভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পানি থেকে দুজনের লাশ উদ্ধার করে।

ওমান কমিউনিটি নেতা এমএন আমিন বলেন, ফটিকছড়ির দুছেলে ওমান সাগরে তলিয়ে যান। দুজনের লাশ উদ্ধার করেছে ওমানের রয়েল পুলিশ। আমরা তাদের দুজনকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি।

যোগাযোগ করা হলে নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, প্রবাসী দুতরুণের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাজিরহাট পৌরসভা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসএমএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!