স্থায়ী কার্যালয় পাচ্ছে রাউজান প্রেসক্লাব, নির্মাণকাজ শুরু

রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের নির্মাণকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জলিল নগরে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সভাপতি শফিউল আলম ও সাবেক সভাপতি প্রদীপ শীল।

আরও পড়ুন: রাউজান প্রেস ক্লাবের মিলনমেলা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নবীদুল আলম, অ্যাডভোকেট সাহেদ উল্লাহ জনি, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা মো. আসিফ, নাছির উদ্দীন, শ্রমিক নেতা জালাল উদ্দীন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, সহসভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাবেক কর্মকর্তা কামরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া মুন্না।

প্রসঙ্গত, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় রাউজান প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!