রাউজান প্রেস ক্লাবের মিলনমেলা

রাউজান প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা শুক্রবার (৩১ ডিসেম্বর) পৌরসভার রাবার বাগান মাঠে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী।

আরও পড়ুন : রাউজানের পুকুরে ভয়ঙ্কর সাকার ফিশ

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্ল্যাহ আল হারুন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল আজম, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, রাবার বাগানের ব্যবস্থাপক মো. রুহুল আমিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, বাবুল মিয়া, হাসান মোহাম্মদ রাসেল, মুছা আলম খান, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, শাহাজাদা ওবাইদুর রহমান পেটান শাহ, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহসভাপতি নেজাম উদ্দিন রানা ও শাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলামা বাবু, সদস্য আরফাত হোসেন, আলাউদ্দিন, শাহাদাৎ হোসেন সাজ্জাদ ও লোকমান।

অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে ২০২২ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থী অন্তর পালকে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!