আলোকিত চট্টগ্রামে সংবাদ—স্কুলের সামনের ‘মৃত্যুফাঁদে’ বসেছে স্ল্যাব

অবশেষে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটপাতের ‘মৃত্যুফাঁদে’ বসানো হয়েছে স্ল্যাব। ফলে শিক্ষার্থীদের চলাচলে কমেছে ঝুঁকি, দূর হয়েছে দুর্ঘটনার শঙ্কা।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) আলোকিত চট্টগ্রামে ‘স্কুলের সামনেই ‘মৃত্যুফাঁদ’—পা ফসকালেই সর্বনাশ, নজর নেই সিটি করপোরেশনের’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের।

স্কুলের সামনেই ‘মৃত্যুফাঁদ’—পা ফসকালেই সর্বনাশ, নজর নেই সিটি করপোরেশনের

জানা যায়, রোববার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে স্ল্যাবটি বসানো হয়।

বেলা সাড়ে ১২টায় সরেজমিন দেখা গেছে, স্কুলে গেটের ফুটপাতে তৈরি হওয়া ‘মৃত্যুফাঁদে’ বসেছে স্ল্যাব। সরিয়ে নেওয়া হয়েছে লাল কাপড়। স্কুল শিক্ষার্থীরা ও পথচারীরা ঝুঁকিমুক্তভাবে চলাফেলা করছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!