সেন্টমার্টিন যেতেই সাগরের মাঝে আটকে পড়া ৪৪ পর্যটক বাঁচল

সেন্টমার্টিন যাওয়ার সময় ডুবোচরে আটকে যাওয়া পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় আহত ছয় যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রোববার (১০ ডিসেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

জানা যায়, সেন্টমার্টিনের চার নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় হঠাৎ পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। এসময় ধাক্কার কারণে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, সেন্টমার্টিনে উদ্ধার ১৯ জেলে

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ‘এম ভি গ্রিন লাইন-১’ নামে পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে টেকনাফ বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সেন্টমার্টিনের চার নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় হঠাৎ ডুবোচরে জাহাজটি আটকে যায়। এরপর সকাল সাড়ে ১১টার দিকে জাহাজ থেকে কোস্টগার্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে আটকেপড়া পর্যটকদের উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানে চিকিৎসাসেবা দেওয়া হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!