সীতাকুণ্ডে বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া চারজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সীতাকুণ্ড থানার এসআই খুরশীক বাদী হয়ে এ মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. মুছা (৩৫), মো. মোস্তফা (৪০), মোস্তফা আলী শাকিল (২২) ও আলমগীর হাসান (৩৫)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজীপাড়া সাগর উপকূলে উপজেলা যুবদল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য রাখছিলেন দলীয় নেতারা। এসময় পুলিশ গিয়ে সভা বন্ধ করতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে নেতাকর্মীরা হামলা শুরু করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালায়। হামলায় ৬ পুলিশ ও ১৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনার পর মামলা করে পুলিশ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, অনুমতি ছাড়া যুবদল ও বিএনপি নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য রাখছিলেন। খবর পেয়ে সভা বন্ধ করতে বলা হলে নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি আরও বলেন, মামলার পর গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপির নাশকতার চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুনের নির্দেশনায় বাড়বকুণ্ড ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হারেছ মিয়াজীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।

বাড়বকুণ্ড ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বদিউল আলম জসীম।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!