সিটি করপোরেশনের জালে ধরা বায়েজিদের ৪ লোক

নগরে রাস্তা ও ফুটপাত দখল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২৫ জানুয়ারি) নগরের বায়েজিদ রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: সিটি করপোরেশনের জালে ডবলমুরিং-পাহাড়তলীর ৭ ব্যবসায়ী

এছাড়া একইদিন চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় দুব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, বায়েজিদ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৪ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় দুব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!