সাতকানিয়ার যুবক আড়াই লাখ দেরহামসহ ধরা খেল চট্টগ্রাম বিমানবন্দরে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগের ভেতর সেলাই করা আড়াই লাখ দিরহামসহ মোহাম্মদ আলী নামে শারজাহগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সাল সাড়ে ৬টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সহায়তায় শুল্ক গোয়েন্দার অভিযানে বিদেশি মূদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আলীর বাড়ি সাতকানিয়ার আফজাল নগরের ছদাহা এলাকায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, এয়ার এরাবিয়ার জি নাইন- ৫২৭ ফ্লাইটের যাত্রী আলীর কাঁধে থাকা ব্যাগ থেকে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোহাম্মদ আলী চলতি বছরে মোট ছয়বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর আগেও তিনি বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!