সাতকানিয়ায় শিল্পকারখানা গড়ে তুলতে চান এমপি মোতালেব

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপি বলেছেন, সাতকানিয়ার বেশিরভাগ মানুষ ব্যবসায়িক মনোভাব নিয়ে চলেন। সাতকানিয়ায় একটি শিল্পকারখানা গড়ে তুলতে চাই, যেখানে নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। কর্মসংস্থান হলে বেকার যুবকেরা মাদক বা খারাপ কাজ থেকে দূরে থাকবে। কেউ যদি এখানে শিল্প প্রতিষ্ঠান গড়তে চান তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে ছদাহা সমিতি চট্টগ্রাম মহানগরের বার্ষিক মিলনমেলা ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি আহমদ লাল মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা এমএ ইসহাক, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোরশেদুর রহমান, একেএম সাইফুল ইসলাম চৌধুরী, মো. ফরিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইসলাম, প্রফেসর ড. মো. শাহাদাত হোসাইন, মঞ্জুর আলম, মোসাদ হোসাইন চৌধুরী, আলী আহমদ চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আমীর মো. নসরুল্লাহ।

বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মু. মাহফুজুর রহমান, অধ্যাপক আইয়ুব নূরী, মুজিবুর রহমান, মো. মোরশেদ কায়সার আনোয়ার, মো. এহছান, লোকমান হাকিম ও মো. দেলোয়ার হোসেন।

শেষে ছদাহার বিসিএস ক্যাডারদের সম্মাননা, মেজবান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!