সরকারি গুদাম থেকে চাল-ডাল গায়েব করে দেয় ওরা

সরকারি খাদ্য গুদাম থেকে পণ্য চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাল ও একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার নিমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বন্দর থানার খালপাড় এলাকার মো. নুরুজ্জামানের ছেলে পারভেজ আলম (২৫) ও কুমিল্লা বুড়িচং থানার বাড়াইল এলাকার মো. আব্দুল রশিদের ছেলে মো. নুরনবী (১৯)।

আরও পড়ুন: মধ্যরাতে রাজাখালীর গুদামে পাচার হচ্ছিল ৩০৩ বস্তা সরকারি চাল

র‌্যাব সূত্রে জানা যায়, আটক চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য গুদাম থেকে চাল, ডাল, গম এবং অন্যান্য ভোগ্যপণ্য চুরি করে নুরজাহান এবং অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদে তাদের নিজস্ব ট্রাকে করে চাল পাচারের সময় হাতেনাতে চক্রের দুসদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, সরকারি খাদ্য গুদাম থেকে ভোগ্যপণ্য চোরচক্রের দুসদস্যকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!