শিশুদের খাবারেও ভেজাল করে হিফস এগ্রো ফুড

নগরে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে পাথরঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান।

আরও পড়ুন : চট্টগ্রামে ভোক্তার জালে ৫ ভেজাল ব্যবসায়ী

জানা যায়, হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্টের ব্যবহার, লেভেলিং বিধিনমালা লঙ্ঘন ও যথাযথ  প্রক্রিয়ায় নিবন্ধন না করায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান বলেন, আজ সকালে পাথঘাটা এলাকার পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রির কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত মনিটরিং অফিসার ছিলেন মো. ইমরান হোসেন মোল্লা, জেলা ও মেট্রোপলিটন খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম এবং খাদ্য পরিদর্শক মো. ইয়াছিনুল হক চৌধুরী।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!