লালদীঘির ঐতিহাসিক ৬ দফা মঞ্চে সেক্টর কমান্ডারস ফোরামের আয়োজন

মহান বিজয় দিবসে পতাকা সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম। দিনজুড়ে ছিল আরও নানা আয়োজন।

নগরের লালদীঘির ঐতিহাসিক ৬ দফা মঞ্চে শনিবার (১৬ ডিসেম্বর) এসব আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে সেক্টর কমান্ডারস ফোরামের আয়োজন

সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. সেলিম চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ, আহসান উল্লাহ, আবদুল মালেক খান, অ্যাড. জাহাঙ্গীর আলম, সেলিম রহমান, নাজিম উদ্দিন, কামাল হোসেন রিজভী, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, ইয়াসির আরাফাত, রাজীব চন্দ, মোস্তাফিজ বিপ্লব, গিয়াস উদ্দিন, কোহিনুর আকতার, শিলা চৌধুরী, ইদ্রিস মামুন, অ্যাড. আবছারুল হক, সেলিম হোসেন, আনিসুর রহমান, আশরাফ খান, ইলিয়াছ হায়দার, হোসেন শহীদ রানা, সৈয়দ রেজাউল করিম, কোহিনুর আকতার মুন্নী, এমএ খালেক, ডা. উজ্জ্বল দাশ, শাহাদাত টিপু, ইমাম শাকিব, মফিজুর রহমান বাহাদুর, জসীম উদ্দিন, আশরাফ রহমান, সাহেদ কাদের, ইঞ্জি. হাবিব, ডা. মনিরুল ইসলাম, রঞ্জন রাতুল ও প্রিয়াঙ্কা দাশ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত‍্যয়ে শপথবাক্য পাঠ করান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!