রাসেলের কাছে চলে গেল মোবাশ্বেরাও

নোয়াখালী জেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু মোবাশ্বেরাও (৩) মারা গেছে। এর আগে রাসেল (৩) নামে এক শিশু মারা যায়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, আজ ভোরে শিশুটি মারা গেছে। তার শ্বাসনালী মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন : ৯ দগ্ধের ৭ জন চট্টগ্রাম মেডিকেলে—বাঁচল না শিশু রাসেল

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে— আবদুর শুক্কুরের মেয়ে রশমিদা (৩), সফি আলমের ছেলে রবি আলম (৫), আজিজুল হকের ছেলে-মেয়ে সোহেল (৫) ও জোবায়েদা (২২) এবং আব্দুর শুক্কুরের মেয়ে আমেনা খাতুন (২৪)।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে নোয়াখালী জেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!