৯ দগ্ধের ৭ জন চট্টগ্রাম মেডিকেলে—বাঁচল না শিশু রাসেল

নোয়াখালী জেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে এক শিশু মারা গেছে এবং চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু আজিজুল হকের ছেলে রাসেল (৩)। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে রেস্টুরেন্টে হঠাৎ আগুন—দগ্ধ ৩

অগ্নিদগ্ধরা হলেন— সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুর শুক্কুরের মেয়ে রশমিদা (৩), সফি আলমের ছেলে রবি আলম (৫), আজিজুল হকের ছেলে-মেয়ে সোহেল (৫) ও জোবায়েদা (২২) এবং আব্দুর শুক্কুরের মেয়ে আমেনা খাতুন (২৪)।

এদিকে আবদুল হাকিমের ছেলে বশির উল্যাহ (১৫) ও মো. তৈয়বের ছেলে সফি (১২) অগ্নিদগ্ধ হলেও তাদের চমেক হাসপাতালে আনা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ৮১ নম্বর ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পাশে থাকা নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হন। পরে ক্যাম্পের লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, অগ্নিদগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক শিশু মারা গেছে এবং চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!