রাতে থাকা যাবে না সোনাদিয়া দ্বীপে

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের প্রথম দিন থেকে পর্যটকদের রাত যাপন নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী।

তিনি বলেন, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোনো বাঁধা নেই। কিন্তু তাদের বিকেল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।

এ সসয় তিনি বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদেরকে তা বন্ধের নির্দেশ দেন। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা, মাদক, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কাণ্ড চলমান থাকায় রাত্রিযাপনে নিষেধ করা হয়েছে।

শাহাবউদ্দীন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!