রাউজানে জন্মাষ্টমীতে নানা আয়োজন

রাউজানে নানা আয়োজনের উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে ইসকন নন্দনকাননে ৩ দিনের বর্ণিল আয়োজন

শোভাযাত্রাটি গঙ্গা মন্দির থেকে শুরু হয়ে কাপ্তাই মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে অংশ নিতে দেখা যায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নেতা শ্যামল পালিত, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাউজান পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, চেয়ারম্যান বাবুল মিয়া, ভূপেশ বড়ুয়া, সাহাবুউদ্দিন আরিফ, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহম্মদ, আব্বাস উদ্দিন আহম্মদ, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, উপজেলা জন্মাষ্টমী পরিষদ সভাপতি চন্দন বিশ্বাসনও সাধারণ সম্পাদক তপন দে।

শেষে দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!