রাউজানে অস্ত্রসহ আটক ৩ ডাকাত

রাউজানে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া সংযুক্ত সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি লোহার তৈরি কাটার ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে অস্ত্র হাতে মহাসড়কে ১২ ডাকাত, পুলিশের জালে ৪

আটকরা হলেন— নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়ার জহির আহম্মদ বাড়ির হাজী আবদুস সালাম ওরফে দেলা মিয়ার ছেলে জানে আলম (৪৬), বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীব উল্লাহপাড়ার সমিউল্লাহ চৌধুরী ছেলে আবদুল্লাহ খোকন ওরফে লেংড়া খোকন (৩৮) এবং হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু (২৮)।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানের সময় আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!