মিরসরাইয়ে মধ্যরাতে বাংলোতে হামলা, রক্তাক্ত সাবেক চেয়ারম্যান

মিরসরাইয়ে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী (৫১)।

সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে চেয়ারম্যানের বাংলোতে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহেদ ইকবাল চোধুরী উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের দুবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর বাবাও একই ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলেন। জাহেদ ইকবাল চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: ব্যাংকে যেতে গিয়ে বেপরোয়া অটোরিকশায় রক্তাক্ত নারী

এ বিষয়ে আহতের ছোট ভাই আসিফ ইকবাল চোধুরী বলেন, আমার ভাই খৈইয়াছড়া ঝর্ণা এলাকার বাংলোয় প্রায় একা থাকেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁর ওপর হঠাৎ হামলা করেন। এসময় তাঁর মাথা, গলা, চোখ ও পায়ে মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলোতে কাজ করতে আসা নতুন দুজন শ্রমিকসহ অজ্ঞাত কয়েকজন মিলে জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলা করেছে বলে জানান কেয়ারটেকার টিপু। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!