‘অনিয়ম’—সচিবকে মেরে জেলে যেতে হলো ইউপি সদস্যকে

ইউপি সচিব ও গ্রাম পুলিশের উপর হামলা মামলায় মো. রমজান আলী নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৩ মে) চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব এই আদেশ দেন।

এর আগে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন মো. রমজান আলী। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আরও পড়ুন: মেম্বার খুন—রাজধানীতে লুকিয়ে ছিলেন ইউপি সদস্য বেলাল

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. শফিক আলোকিত চট্টগ্রামকে বলেন, চলতি বছরের ২৯ জানুয়ারি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশকে মারধর করেন ইউপি সদস্য মো. রমজান আলী। এ ঘটনায় ইউপি সচিব হুমায়ুন কবির বাদী হয়ে থানায় মামলা করেন।

আজ (সোমবার) আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের কাছে বিভিন্ন কাজে অনিয়মের কারণ জানতে গত ২৯ জানুয়ারি পরিষদে যান ইউপি সদস্য রমজান আলী। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!