মেয়াদ ছাড়াই ওষুধ বেচে আইডিয়াল ফার্মেসি, গলাকাটা দাম ষোলশহরে গ্যাস সিলিন্ডারের

নগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি এবং বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বোরবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরের ষোলশহর ও চান্দগাঁও এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

আরও পড়ুন: মেয়াদ ছাড়া ওষুধ বেচে লাজফার্মা—রুহান মেডিসিন

ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানে নগরের চাঁন্দগাও এলাকার আইডিয়াল নামের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় ৬ হাজার টাকা, দোলন নামের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ষোলশহর এলাকার তিনটি গ্যাস সিলিন্ডারের দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি এবং বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহায়তা করে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!