মিতু খুন—এসপি বাবুলের পরকীয়া নিয়ে জেরার মুখে মোশাররফ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের আইনজীবীরা দ্বিতীয় দফায় মিতুর বাবা মোশাররফ হোসেনকে জেরা করেছেন।

সোমবার (৮ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ জেরা শুরু হয়। আগামী ১০ মে পরবর্তী জেরার দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন : মিতু খুনে জড়িত ‘এসপি’ বাবুলসহ ৭ জন, পিবিআইয়ের চার্জশিট নিলেন আদালত

এদিন দুপুর সোয়া ১টা থেকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরার মধ্যভাগে এক ঘণ্টার বিরতির পর ফের জেরা শুরু হয়ে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলে। এসময় আইনজীবীরা বাবুল আক্তারের পরকীয়া নিয়ে নানা প্রশ্ন করেন মোশাররফ হোসেনকে।

এর আগে একই আদালতে দুদফা সাক্ষ্য দিয়েছিলেন মোশাররফ হোসেন। গত মঙ্গলবার (২ মে) সাক্ষ্য শেষ হওয়ার পর তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আব্দুর রশীদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মিতুর বাবা মোশাররফ হোসেনের সাক্ষী শেষে গত মঙ্গলবার থেকে আসামিপক্ষের জেরা শুরু হয়। আজ জেরার দিন ধার্য থাকায় বাবুলের পক্ষে জেরা করেন তাঁর আইনজীবীরা। আগামী ১০ মে পরবর্তী জেরার দিন ধার্য করেছেন আদালত।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!