খালে ভেসে আসা কাঠের লোভে মারামারিতে যুবক খুন

ফটিকছড়িতে কাঠ সংগ্রহ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার ধর্মপুরে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে।

এদিকে ঘটনার দিন গভীর রাতে ধর্মপুর ইউনিয়নের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটির হাট অংশে ১৫-২০ জনকে নিয়ে যান নয়ন। কিন্তু দক্ষিণ খিরামের ময়ুর গ্রুপের আরও কয়েকজন যুবক কাঠ সংগ্রহ করতে আসে। এসময় কাঠ নিয়ে ময়ুর গ্রুপের সঙ্গে নয়নের বাকবিতণ্ডা হয়।

দুপক্ষই কাঠের জনৈক মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে কাঠের মালিক কিছু টাকা দিতেও রাজি হন। ময়ুর গ্রুপ নয়নকে কিছু টাকা নিয়ে চলে যেতে বললে তিনি তাতে রাজি হয়নি। এতেই ঘটে বিপত্তি। তর্কের একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান নয়ন। এসময় ময়ুর গ্রুপের বেলাল নামে একজন গুরুতর আহত হন।

এ বিষয়ে ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নয়ন নামে একজন নিহত হয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে লাশ উদ্ধার করেছ। দুপক্ষ স্থানীয়ভাবে নানা অপকর্মে জড়িত।

যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নয়ন নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!