বেশি দামে ডিম বেচে ধরা খেল ৭ লোভী প্রতিষ্ঠান

নগরে সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে ডিম বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) সকালে নগরের চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা ও বেশি দামে ডিম বিক্রি করায় জে আলম ব্রাদার্স, হালাল শপ, জনপ্রিয় স্টোর, জিলানী স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ডিম সিন্ডিকেটের কারসাজি, হঠাৎ দাম বাড়ল ডজনে ৪০ টাকা

এছাড়া নাসফিকা ট্রেডার্স, আমিন এন্টারপ্রাইজ এবং ওরাজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!