চট্টগ্রামে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল কিশোর

নগরে একটি গ্যারেজে সিলিন্ডার বিস্ফোরণে হাসান (১৭) নামে এক কিশোর শ্রমিক আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গ্যারেজে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রহমতগঞ্জ শিশুবাগ স্কুলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ—ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই মিরসরাইয়ে ৭ পরিবার নিঃস্ব

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহমতগঞ্জ শিশুবাগ স্কুলের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলার গ্যারেজে ত্রুটিপূর্ণ একটি গাড়ির সিলিন্ডার ওয়েল্ডিং করতে নিয়ে আসা হয়। ওয়েল্ডিংয়ে করার সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় চন্দনপুরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়। এছাড়া আশপাশে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

যোগাযোগ করা হলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, একটি গ্যারেজে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হাসান নামে এক শ্রমিক আগুনে দগ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!