বিশ্বকবিকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসে আলোচনা সভা হয়েছে।

রোববার (৬ আগস্ট) বিকেল ৪টায় নগরের দোস্তবিল্ডিং কার্যালয়ে এ আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম।

সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি আবদুল মালেক খান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাড. সাইফুন নাহার খুশী।

আরও পড়ুন : চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির আয়োজন

বক্তব্য রাখেন সহসভাপতি রাজীব চন্দ ও ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মাহি আল জিসা, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, মহিলা সম্পাদিকা কোহিনুর আকতার, ভাস্কর দেব, সোহেল ইকবাল, এসএম রাফি, খোরশেদ আলম, শুভ মজুমদার ইমন, শাহরিয়ার মুনতাসীর মাহি, রঞ্জন রাতুল ও সুমন দাশ।

সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সমগ্র জীবনের প্রেক্ষাপটেই তার কবিমানস ও সাহিত্যকর্মের স্বরূপ অনুধাবন সম্ভব। যুগে যুগে পৃথিবীতে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যে রূপান্তর ঘটেছে রবীন্দ্রনাথ সবকিছুকেই আত্মস্থ করেছেন গভীর অনুশীলনের মধ্যদিয়ে। তর এই পরীক্ষা-নিরীক্ষার ফসল অসংখ্য কবিতা, গানসহ বহুবিদ সৃষ্টি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!