বাকলিয়ায় মাদ্রাসা ছাত্রের জীবন কেড়ে নিল ব্যাটারিচালিত রিকশা, বন্ধে মানববন্ধন

মাদ্রাসাশিক্ষার্থী ওমর ফারুক নিহতের প্রতিবাদে নগরের বাকলিয়ায় মানববন্ধন হয়েছে। শুক্রবার (৩ জুন) জুমার নামাজের পর বাকলিয়া ১৯নং ওয়ার্ডে মানববন্ধন করেন স্থানীয়রা।

বুধবার (১ জুন) সকাল ১১টার দিকে বাকলিয়া বউবাজার নুরুল কোরআন ইসলামি একাডেমি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান ওমর ফারুক।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার বেপোরোয়া গতির কারণে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চালকদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। ব্যাটারিচালিত রিকশা বন্ধে দ্রুত কার্যকার ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: বায়েজিদ লিংক রোডে হঠাৎ বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারে আগুন

খোঁজ নিয়ে জানা গেছে, বাকলিয়া এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ৪০০টির মতো। ব্যাটারিচালিত এসব রিকশার গ্যারেজ থেকে মাসোহারা নেন স্থানীয় নেতারা। এসব টাকা ভাগ হয়ে এলাকাভিত্তিক নেতাদের হাত ঘুরে যায় স্থানীয় থানা পর্যন্ত।

এছাড়া ব্যাটারি রিকশা চলাচলের সঙ্গে নগরের প্রতিটি থানা পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ বেশ পুরনো। যদিও এ বিষয়ে সিএমপি শুরু থেকেই বলে আসছে তাদের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তফা জাহেদ/টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!