মহেশখালীতে ভূমিদস্যুর হামলায় বন কর্মকর্তাসহ রক্তাক্ত ৬

মহেশখালীতে এক ভূমিদস্যুর হামলায় রেঞ্জ কর্মকর্তা, ২ বিট কর্মকর্তাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন।

রোববার (২১ মে) সকাল ১০টায় ছোট মহেশখালী নাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহেশখালী রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয়, মুদিরছড়া বিট অফিসার সানা উল্লাহ, শাপলাপুর বিট অফিসার নুরুল আলম মিয়া, বন প্রহরী নুরুল আলম, লেবার মাঝি শামশুল আলম ও আবু তালেব। আহতরা মহেশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: সাঁঝবেলায় বধূকে ধর্ষণ করতে না পেরে রক্তাক্ত করল দেবর-ভাসুর

এ বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, ছোট মহেশখালীতে বন বিভাগের ভূমি অবৈধভাবে দখলে রাখা স্থান পরিদর্শনে গেলে ভূমিদস্যু জয়নাল লেবার মাঝিকে দা দিয়ে আঘাত করেন। একপর্যায়ে জয়নালকে অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি বন কর্মকর্তাদের ওপর হামলা শুরু করেন। এ সময় রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয় এবং মুদিরছড়া ও শাপলাপুরের বিট অফিসারসহ ৬ জন আহত হন। পরে আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়েন বনকর্মীরা।

যোগাযোগ করা হলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলায় ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!