বন্ধ হয়ে গেল চুয়েট, বিকেলের মধ্যেই হল ছাড়তে হবে ছাত্রদের

ছাত্রলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও জটিল পরিস্থিতির কারণে আগামী ৫ জুলাই পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) চুয়েট উপাচার্যের সভাপতিত্বে সব বিভাগের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকের সমন্বয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: চুয়েটে পরিস্থিতি জটিল হচ্ছে, বাস ছাড়তে দেয়নি ছাত্রলীগের একাংশ

সভায় আজ ১৪ ‍জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া ৬ জুলাই থেকে ১৪ জুলাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একাডেমিক সব কার্যক্রম বন্ধ থাকবে।

সভায় ছাত্রদের আজ (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে এবং ছাত্রীদের বুধবার (১৫ জুন) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চুয়েটে ছাত্রলীগের সংঘর্ষে উত্তেজনা, ক্লাস-পরীক্ষা বর্জন করল শিক্ষার্থীরা

এ বিষয়ে চুয়েট ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ক্যাম্পাসে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ (মঙ্গলবার) জরুরি সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!